আজ ১৯ মার্চ ২০২৫ আরবী ১৮ ই রমজান, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করার নির্দেশনা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের তত্বাবধায়নে রূপনগর পল্লবী সহ ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাভুক্ত ২৬ টি থানায় সারা রমজান মাসে সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচিতে থানা বিএনপি, থানা যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন থানা ভিত্তিক এলাকার প্রতিটা মহল্লায় মহল্লায় বুথ এর মাধ্যেমে ইফতার বিতরণ কর্মসূচি পালন করে।
ঢাকা মহনগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এই কর্ম সুচির বিভিন্ন স্থানে ইফতার বিতরণ কর্মসূচি তে অংশগ্রহণ করেন এবং ছাত্রদলের নেতা কর্মীদের মাঝে বিভিন্ন সেবামূলক কার্যক্রম এ পরিচালনার উৎসাহ প্রদান করেন।
এরই ফলশ্রুতিতে আজ আমিনুল হক এর নির্দেশনায় রূপনগর থানা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ কতৃক ইফতার বিতরণ কর্মসূচি তে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, সাধারন সম্পাদক আকরাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক যাকারিয়া খান সিজার এসময় উপস্থিত ছিলেন রূপনগর থানা ছাত্রদল এর অন্যান্য নেতা কর্মীরা উল্লেখ যোগ্য, মেহেদী হাসান রাফি সিনিয়র সহ সভাপতি রূপনগর থানা ছাত্রদল, মিনহাজুল ইসলাম মুহীন আহ্বায়ক ৭ নং ওয়ার্ড ছাত্রদল রায়হানুজ্জামান রাব্বি, সাবেক সদস্য সচিব ৯২ নং ওয়ার্ড, হোসাইন মাহাদী ফারদিন, কাওসার সরকার, সাদ্দাম পাটোয়ারী, সহ অন্যান্যরা,
এসময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সাধরণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও পানীয় বিতরণ করেন। এবং ছাত্রদলের নেতা কর্মীদের বিভিন্ন সেবা মূলক কাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।