Desk Report
Times of Dhaka
চাঁদপুরের ফরিদগঞ্জে কনটেন্ট ক্রিয়েটরকে মারধর ও পুলিশের কাজে বাধা দেয়ায় গ্রেফতার রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবীকে জামিন দিয়েছেন আদালত।
রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওন কাবীকে আদালতে তোলা হচ্ছে। ছবি: সময় সংবাদ
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহান সাদিক দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
আদালতে শাওন কাবীর পক্ষে শুনানি করেন আইনজীবী জসিম মেহেদী, দুলাল মিয়া পাটোয়ারী ও আব্দুর রহিম পরান।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে আদালত চত্বরে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান।
সত্য ও ন্যায়ের জয় হয়েছে মন্তব্য করে ছাত্রদলের ত্যাগী নেতাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে গণমানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান জিসান।
তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা নিয়ে শহীদ জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের কর্মীরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।
তবে গণতন্ত্রের শত্রুদের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে শাওন কাবীরের বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ বলেন, ন্যায়বিচার পেয়েছি। দেশের যে কোনো সংকটকালে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও করবে।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় একজন কনটেন্ট ক্রিয়েটরের প্রাইভেট কারকে ওভারটেক করা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে ওই কনটেন্ট ক্রিয়েটর থানা পুলিশকে জানালে পুলিশ ছাত্রদল নেতা শাওন কাবীকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের উপপরিদর্শক খোকন চন্দ্র দাশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন কাবী।
এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় দুটি মামলায় গ্রেফতার দেখানো হয় কাবীকে। পরে বুধবার (১২ মার্চ) বিকেলে চাঁদপুরের আদালতের মাধ্যমে জেলহ পেয়ে ছাত্রদল নেতা শাওন কাবী বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। সম্পূর্ণ নির্দোষ। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছে। এতে আদালত আমার ওপর সন্তুষ্ট হয়ে ন্যায়বিচার করেছেন। এ জন্য আইনজীবী এবং সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।