বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরজুড়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বারবার দেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রশ্নবিদ্ধ করেছে। এখনও যার রেশ রয়ে গেছে। চিটাগাং কিংসের হোস্ট ও কানাডিয়ান মডেল ইয়েশা সাগর বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেছিলেন। তার দেশত্যাগ নিয়ে নানা গুঞ্জনও উঠেছিল চিটাগাং কিংসকে জড়িয়ে। ইয়েশা তাদের বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ করলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইয়েশা সাগর লেখেছেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগাং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। এদিকে, ১৯ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা দুই সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল, প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল তারা। একাধিকবার ফলোআপের পর, অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি।’